কুহকের আহবান



দিবসো প্রান্তে এসে
শ্রম বেচা কেনা শেষে
অফিস ও বাজার হাট
পাতা জুড়ে কাট ছাট
মিলিয়ে সমীকরণ
গুটিয়ে দোকান পাট
খেলা করে সমাপন।

নিরবে তারে তখন
গৃহাকুলতার বেসে
কুহকে করে ধারণ।

ঝিঁঝিঁ ডাকা মাঝরাতে
জোছনার আয়োজন
জানালার শিক গোলে
দেয়ালে প্রতিফলন
পটভূমিকায় রেখে
কুহকে তাহারে ডেকে
বলে - এসো ভয় নেই।

শ্রান্ত দুচোখ যেই
আসে মুদে অবসাদে
মন তন্ময় সেই -

রূপালী আলোতে আঁকা
মেঠো পথ আঁকাবাঁকা
কিশোর কিশোরী তার
সোনালী দিনের সখা।
দুধারে ধানের ক্ষেত,
সোনালী শীর্ষ পাকা
সোনালী দিনের প্রেত

বলে - এসো ভয় নেই,
কোনো সংশয় নেই,
এ জগতে ক্ষয় নেই,
সময় অসময় নেই।

এসো এসো ভয় নেই,
কোনো সংশয় নেই,
ভ্রান্তিক তান্ত্রিক
মেকি অভিনয় নেই।
আমাদের এ জগতে 
সবলে বা দুর্বলে
জয় পরাজয় নেই।

কুহক এর প্রলোভনে
প্রতিরাতে ফিরে যাওয়া,
অতীতের অঙ্গনে
হারানো কে ফিরে পাওয়া।
নিষ্পাপ শৈশবে
পেছনে ফেলেছো কবে
তবু তার পিছু ধাওয়া।

যেখানেতে ভয় নেই,
বিষাদ ও প্রসাদের
ক্রয় বিক্রয় নেই।
---

Comments