সোয়াইবের আহবান



সোয়াইবের আহবানে দিও নাকো কান। 
যদিও চায়না প্রতিদান
তার আরাধনে,
তোমাদের পিতা মাতা তোমাদের মাদিয়ান
তোমাদের প্রাণ সে, সবি যাবে গ্লানে
দিলে সারা তার আহবানে।

সোয়াইবকে ধরেছে ভুতে আর
পড়েছে জাদুতে তার অনুসারী।
আর তারা দলে দলে হবে সব দেশ ছাড়া
যদি বা না আসে ফিরে সে পূরো রীতিতে,
ধর্মে কর্মে আর বিচারে আচারে আর
সকল মর্মে আর এই পুরোহিতে।

মানিয়া চলিছ যাহা ধরে যুগ যুগ,
সোয়াইবের সালাহ বলে সবই তাগুদ!
আমাদের বাবা দাদা তাহাদের মর্তবা
সঠিক সুপথ হতে তোমারে ছিনিয়ে নিতে
অসময়ে শেষ বেলা সোয়াইবের এই সালাহ
জালিয়াতি খেলা খেলে নব শয়তান।
সোয়াইবের আহবানে দিও নাকো কান।

ইলেমে আমলে মোরা আছি বলীয়ান
সোয়াইবের আহবানে দিও নাকো কান।


Comments