পূণ্যভূমি
বলিতে কি পারো
কোনটি অধিক দামী?
একটি মায়ের বুক ভাঙ্গা গান,
কোলেতে জড়ায়ে মৃত সন্তান
রক্তে মাখানো দেহ নিস্প্রান
ওপাশেতে মৃত স্বামী।
নগরবাসীতে পূর্ণ শ্মশান
সংশয়ে দিবাযামী।
তাহারও অধিক মূল্য কি তবে
একটি পূণ্যভূমি?
কেমনি বা সেই পূণ্যভূমি
ধর্মে মর্মে যুদ্ধ লড়ায়,
যুগ যুগ ব্যাপী রক্ত ঝরায়।
পূণ্য-টা তা সে কিসে ঘিরে?
ঈসায় মুসায় রাসূল খোদায়
বলেনিতো কেও পূণ্য সেথায়।
পূণ্য তো আছে কর্ম প্রথায়
নহে মসজিদে মন্দিরে।
খোদার কালাম তাজ্য করিয়া
স্থান পূজাকেই ধর্ম ধরিয়া
চোষক শ্রেণীর সুমধুর সুরে
মেনে বিধাতার বাণী,
ফিতনা ফ্যাসাদে পূণ্য ভাবিয়া
নিজেই নিজের কবর খুঁড়িয়া
পূণ্যভূমির ভ্রমেতে না দেখা
অভিশপ্তের গ্লানি।
জান কবজে ফেরেস্তা দল
জিজ্ঞাসীবে তাদের সকল
আছে কি কৈফিয়ত?
বলবে যে তারা উপায় কি হায়!
মাজলুমে যে ছিলাম সেথায়।
নাকচ করিয়া ফেরেস্তা কয়
খোদার জমিন ছিলো প্রশস্থ,
খোদার জমিন ছিলো প্রশস্থ,
করোনিতো হিজরত!
বলতে কি পারো
কোনটি অধিক দামী?
একটি মায়ের বুক ভাঙ্গা গান,
কোলেতে জড়ায়ে মৃত সন্তান
রক্তে মাখানো দেহ নিস্প্রান
ওপাশেতে মৃত স্বামী।
একটি মায়ের অভিশাপে কাফি
হাজারো জাহান্নামী।



Comments
Post a Comment