সময়ের সওদাগর
যদিও সে নেই তবু
সময়ের সিঁড়ি ভেঙ্গে তার সাথে দেখা।
একথা ও কথার পরে
সে হেসে বলে মোরে
তোমার কি মনে পরে
বন্ধু ছিলাম একদা?
চমকে উঠে ভাবি তাই তো!
তুমি? তুমি এখনো আছো বেঁচে?
ভেবেছি কবেই গেছো মরে, খেয়ে ধোঁকা।
নানা তাতো নয়, মোরা মানিনি পরাজয়, যেচে।
তুমি কি দেখেছ তাকে?
যে জগৎকে দিয়েছে বেঁচে, একা।
তারপর,
বন্ধু ছিলাম একদা?
চমকে উঠে ভাবি তাই তো!
তুমি? তুমি এখনো আছো বেঁচে?
ভেবেছি কবেই গেছো মরে, খেয়ে ধোঁকা।
নানা তাতো নয়, মোরা মানিনি পরাজয়, যেচে।
তুমি কি দেখেছ তাকে?
যে জগৎকে দিয়েছে বেঁচে, একা।
তারপর,
দুজনে অট্ট হেঁসে
দুহাত মিলিয়ে শেষে
চলে যাই যে যার ভুবনে।
যুগ যুগ ধরে
জগতে সে হেঁটেছে একা একা।
খুঁজেছে অদেখা জ্যোতি
তাঁজা কিছু অনুভূতি
ক্লান্ত ধূসর চোঁখে মিলেছে শুধুই এক,
চলে যাই যে যার ভুবনে।
যুগ যুগ ধরে
জগতে সে হেঁটেছে একা একা।
খুঁজেছে অদেখা জ্যোতি
তাঁজা কিছু অনুভূতি
ক্লান্ত ধূসর চোঁখে মিলেছে শুধুই এক,
মৃত সভ্যতা।
মাঝে মাঝে মনে হয়
এইই বুঝি পরাজয়?
শুধু তাকে একা ফেলে
অনেক অনেক আগে
সবাই গিয়েছে চলে,
আছে শুধু দেয়ালের লেখা।
নানা তাতো নয়, মোরা মানিনি পরাজয় যেচে।
তুমি দেখছো তাকে যে জগৎকে দিয়েছে বেঁচে।
একা।
মাঝে মাঝে মনে হয়
এইই বুঝি পরাজয়?
শুধু তাকে একা ফেলে
অনেক অনেক আগে
সবাই গিয়েছে চলে,
আছে শুধু দেয়ালের লেখা।
নানা তাতো নয়, মোরা মানিনি পরাজয় যেচে।
তুমি দেখছো তাকে যে জগৎকে দিয়েছে বেঁচে।
একা।


Comments
Post a Comment