ব্যার্থ প্রার্থনা
আসো যে সে তুমি ঘুরে ফিরে ফিরে
বারে বারে রবিবারে।
আলো আঁধারির চৌকিতে বসে
হাজারো বছর ধরে।
কি চাও আমার কাছে?
চাহিবার কিবা আছে?
তুমি কি ভেবেছো জানি আমি কিছু
যা তোমার জানা নাই?
দুচোখে রক্ত অশ্রু ঝরায়ে
তোমারে তা বলে যাই?
ভেবেছো কি আমি বর্ষায় ভিজে
পথো পানে চেয়ে রই?
মাথায় কাটার মুকুটে বেলির
মালা ভেবে সুখী হই?
গাহিয়া শোনাবো একই গাতন
ঘুরে ফিরে বারে বারে?
গিটারের তারে কাটিবে আঙ্গুল
সুরেলা সে ঝঙ্কারে?
লিখিব কি তবো বই?
আমি তো লেখক নই!
বলেছি তো কবে সবি তার হবে,
আকাশ পাতাল সব।
আমার পিতাই আমাদের পিতা,
মানো যদি এক রব।
সর্গলোকেই সময় কাটিবে,
জলের উপর তুমিও হাটিবে,
ভাসাবে জ্ঞানের নাও।
মোর তরে শুধু তাকিয়ে না থেকে
নিজের গহীনে চাও।
আঁধারের কাছে নিজেরে না শপে
আলোতে ঘুরে দাঁড়াও।
মন তো ভরে না তাও?
মোর কাছে কেনো চাও!



Comments
Post a Comment